চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৯০.২%
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৪ ২০১৮, ০৮:৩২
হাবীব আনওয়ার:হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী কর্তৃক পরিচালিত ‘নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
আজ ২৪ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায়
বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী।
পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানীর সাথে কথা বলে জানা যায়, এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২লক্ষ ৩৭৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সর্বমোট ৭৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ হাজার ৩৮টি মাদরাসায় কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তিনি আরো জানান, ছাত্র-ছাত্রীরারা বোর্ডের ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনেও ফলাফল দেখতে পারবে। ওয়েবসাইটের ঠিকানা (www. nooraniboardctg. com)
বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর কাছে ফলাফল হস্তান্তরকালে বোর্ডের যুগ্ম মহাসচিব মাওলানা মীর আনিস, প্রধান প্রশিক্ষক সলিমুল্লাহ মাওলানা, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইবরাহীম খলীল সিকদার, মাওলানা আনিস, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাসুদ, মাওলানা এনামুল হকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।