চট্টগ্রাম নাজিরহাট মাদরাসার প্রিন্সিপাল আল্লাহ শাহ ইদরীস আর নেই
একুশে জার্নাল
মে ২৮ ২০২০, ০৮:৪২
নূরুল আলম জাওহারী, ফটিকছড়ি প্রতিনিধি: বিশিষ্ট আলেমেদ্বীন, চট্রগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল জামিয়াতুল আরাবিয়া নাসিরুল উলুম নাজির হাট (বড় মাদরাসার) মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদরিস বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন । ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
তিনি উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারীসহ অসংখ্য মাদরাসার মজলিশে শুরার সদস্য ছিলেন। অত্যন্ত সহজ-সরল ও মিশুক প্রকৃতির আলেম ছিলেন। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন।এবং ঈমান আক্বিদা রক্ষার আন্দোলনে ও অগ্রণী ভূমিকা পালনকারী সাহসী আলেম ছিলেন।
তিনি একজন আলোকিত ইসলামী শিক্ষাবিদ ছিলেন। দেশ ও বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী শিক্ষাবীদকে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।