চট্টগ্রাম নাজিরহাট বড় মাদ্রাসার মোতোয়াল্লি নির্বাচিত হলেন আল্লামা ইয়াহইয়া 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৩ ২০২২, ১৪:০৮

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জামিয়া নাছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসায় মোতায়ল্লি নিযুক্ত হয়েছেন, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া সাহেব।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে তিনি নতুন মোতোয়াল্লি নির্বাচিত হোন।

এসময় উপস্থিত ছিলেন, আমিরে হেফাজত ও আজিজুল উলূম বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, ইসলামিক রিচার্জ সেন্টার বসুন্ধরার পরিচালক মুফতী আরশাদ রহমানী, মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়জী, নানুপুর মাদরাসার পরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী, জিরি মাদরাসার পরিচালক মাওলানা খোবাইব, বিবিরহাট তালিমুদ্দীন মাদরাসার পরিচালক মুফতি ওসমান, মাওলানা ওমর ফারুক সাহেব।

উল্লেখ্য গত ২৯ নভেম্বর আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। আজ এই পদে নতুন ব্যক্তি নিয়োগ দিতে মাদরাসার পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী শুরা কমিটির আহবান করেন।