চট্টগ্রাম নগরীতে পাওয়া গেল মানুষের বিচ্ছিন্ন হাত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৬ ২০২০, ১৮:৫৭

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় রাস্তার উপরে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পাওয়া গেছে। বিচ্ছিন্ন হাতটি প্রায় অনেকটা গলে গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাহাত্তারপুল ওভারব্রিজের নিচে হাতটি পাওয়া যায়। পুলিশ হাতটি উদ্ধার করে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশের ধারণা, কাউকে হত্যার পর তার হাতটি কেটে নিয়ে কেউ এখানে ফেলে গেছে। তবে কে বা কারা কেনই বা হাতটি ফেলে গেছে তা এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নেজাম উদ্দীন বলেন, রাহাত্তারপুল ওভারব্রিজের নিচে মানুষের বিচ্ছিন্ন একটি হাত পাওয়া গেছে। আমরা হাতটি উদ্ধার করেছি। সেটির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য প্রক্রিয়া শুরু করেছি। এবং আমরা সব থানায় মেসেজও দিয়েছি হাত বিচ্ছিন্ন কোনো মরদেহ পাওয়া গেছে কী না তা জানতে। বিচ্ছিন্ন হাতটির আসল রহস্য বের করতে কাজ করছে বলেও জানান তিনি।