চট্টগ্রামে ৬০,০০০ টাকার জাল নোটসহ পুলিশের হাতে গ্রেফতার ১

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৫ ২০১৯, ২০:২৪

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার চট্টগ্রাম, জনাব নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব বাবুল আক্তার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ০৪/০৮/২০১৯খ্রি: ভোর ০৪:৩০ টায় ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ ধুরুং ৭নং ওয়ার্ডের জনৈক দুলাল মিয়ার সেমি পাকা ঘরেন ভাড়াটিয়া মোঃ মনির হোসেন@ মনির@ খোকন(৩৬), পিতা-মৃত দাইয়া মিয়া সাং-বিহাড়া, মধ্য পাড়া, হোসেন ড্রাইভার এর বাড়ী, পো: নাথের পেটুয়া, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে আসামী মোঃ মনির হোসনকে আটক করে তার দেখানো ও উপস্থাপন মতে একটি লাল রংয়ের ব্যাগ হতে ৬০টি ১০০০ টাকার জাল নোট, ১টি পাসপোর্ট ও ৮টি সিম এবং ০২টি মোবাইল ফোন জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ফটিকছড়ি থানার মামলা নং-০৫, তারিখ-০৪/০৮/২০১৯খ্রি: ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-এ (বি)/২৫-ডি লিপিবদ্ধ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বাজারে জাল নোট ছাড়ার অপকৌশল হিসেবে উক্ত টাকা নিজ দখলে রাখে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।