চট্টগ্রামে ২ ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী আটক
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০১ ২০১৯, ২৩:৪৯
নিজস্ব প্রতিবেদক: নগরীর বিআরটি বাস টার্মিনাল এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- মো. জাহেদুল ইসলাম (৪৪) ও খোকন মিয়া (৩০)।
সোমবার (১ এপ্রিল) ভোররাতে তাদের পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয় বলে জানিয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, কাউছার আলম নামে এক ব্যক্তি রোববার সন্ধ্যায় চাঁদপুর থেকে চাকরির খোঁজে চট্টগ্রামে আসেন। রেল স্টেশন থেকে বিআরটিসি মোড়ে এসে কাউছার চা পান করার সময় জাহেদুল ও খোকন তার কাছে গিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়।
“কথা বলার জন্য তাকে বিআরটিসি বাস কাউন্টারের মাঠে নিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জাহেদুল ও খোকন তার কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।ওই সময় কাউছার চিৎকার করলে স্থানীয় লোকজন জাহেদুল ও খোকনকে ধরে পিটুনি দিয়ে পরে পুলিশের হাতে সোপর্দ করে।”
এই ঘটনায় কাউছার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মহসিন।