চট্টগ্রামে হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার সেবা বিষয়ক আলোচনা সভা কাল
একুশে জার্নাল
ডিসেম্বর ১৩ ২০১৮, ০৬:২২
হাবীব আনওয়ার: উম্মাহর মাঝে সেবার চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষে হাফেজ্জী হজুর রহ. সেবা সংস্থার উদ্যোগে আগামীকাল ১৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় ফয়জুল উলুম মাদরাসা মিলনায়তন,
গুলবাগ আবাসিক এলাকা,অক্সিজেন,
বায়জদ,চট্টগ্রামে সেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শাখা মাও. মুহাম্মাদ আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখবেন, চট্টগ্রাম উমর গণী কলেজের অধ্যাপক
ডক্টর আ.ফ.ম খালেদ হুসাইন দা.বা.।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন,
মুফতী হারুন বিন ইজহার দা.বা.
শিক্ষা বিষয়ক সম্পাদক,হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বিশেষ আলোচক
মাও. আবরারুজ্জামান পাহাড়পুরী দা.বা.
শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া লালমাটিয়া ঢাকা।
মাও. মুহাম্মাদ রজীবুল হক দা.বা.
সভাপতি হফেজ্জী হুজুর সেবা সংস্থা
মাও. মুহাম্মাদ সাইফুল ইসলাম
সাখা সমন্নয়ক হাফেজ্জী হুজুর সেবা সংস্থা চট্টগ্রাম।
ব্যবস্থাপনায়:
শাখা হাফেজ্জী হুজুর সেবা সংস্থা চট্টগ্রাম।