চট্টগ্রামে শানে সাহাবা (রা.) আলোচনা সভা ও জেলা কাউন্সিল সোমবার
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১২ ২০১৯, ২২:৫৫
কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টা হতে চট্টগ্রাম হালিশহরস্থ মারকাযুল উলুম মাদ্রাসা মিলনায়তনে মারকাযুস সাহাবা বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শানে সাহাবা (রাযি.) আলোচনা সভা ও
চট্টগ্রাম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
মারকাযুস সাহাবা বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক লেখক ও গবেষক মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী’র সভাপতিত্বে
উক্ত আলোচনা সভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,আন্তর্জাতিক ইসলামিক স্কলার,লেখক ও গবেষক আল্লামা ডক্টর আ ফ ম খালেদ হোসাইন,উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বরেণ্য লেখক ও গবেষক, মুহাদ্দিসে পটিয়া
আল্লামা ওবায়দুল্লাহ হামযা
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
মারকাযুস সাহাবা বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি সাহাবা গবেষক, মুফাসসিরে কুরআন
মাওলানা মুফতি শামিম আল- আরকাম