চট্টগ্রামে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
একুশে জার্নাল ডটকম
মে ২৬ ২০১৯, ১৩:০৬
চট্টগ্রাম হাটহাজারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী এবং পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার (২৫মে) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন সমূহের ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাকসু ভিপি বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিএনপি নেতা ইলিয়াস আলী ও ছাত্রনেতা রায়হান উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী বিএনপি নেতা মাওলানা মীর কাসেম, আলহাজ্ব নুরুন্নবী তালুকদার, মোহাম্মদ ইউসুফ, ফারুক ই আজম,শফিউল হাসান, আলহাজ্ব জাকের চেয়ারম্যান, মোঃ ইসমাঈল, এড.ফরিদ, এম. খায়রুন্নবী, মোঃ ইউছুপ, শফিউল আলম মাস্টার, শফিজ্জামান, মজিবুল হক বাবুল, হারুন ডিলার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা একরাম হোসেন চৌধুরী সেলিম, ইলিয়াছ চৌধুরী, জসিম উদ্দিন সিকদার, ছৈয়দ মেম্বার, এয়ার মোহাম্মদ, আবদুল মাবুদ শিমুল, নাজিম উদ্দিন, লোকমান চৌধুরী, যুবদল নেতা শিমুল আনোয়ার, শাহজাহান, একরাম, শফিক বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াসীম রেজা, রহিম উদ্দিন রাজু, এড মাইন উদ্দিন, ছাত্রদল নেতা ফোরকান চৌধূরী, রেজাউল করিম বাবু, ইয়ার মোঃ বাচা, এরশাদ উদ্দিন, শফিউল আজম, জিয়াউদ্দিন মিজান, হোসেন, কিবরিয়া, রনি, রহমত, সাজিম, বাবু, আনিস, ইকবাল সাদি, মোরশেদ, ইকবাল, সাজ্জাদ, পিয়াল, রাসেল, কায়েস সহ জেলা থানা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।