চট্টগ্রামে মাদক বিক্রীর দায়ে স্বামী-স্ত্রী আটক
একুশে জার্নাল
জুলাই ০৫ ২০১৯, ২১:২২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থেকে ইয়ার মুহাম্মদ প্রকাশ বুতুইন্না (৫০) এবং জাহানারা বেগম (৪০) নামে স্বামী-স্ত্রীকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।
৪ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তারাখোঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাতে ভুজপুর দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে, অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ তাদের তল্লাশি চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করে। স্বামী স্ত্রী উভয়কে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ জানান, রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা তারাখোঁ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় স্বামী – স্ত্রীকে আটক করে। সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়ে। এবিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।