চট্টগ্রামে বিজয়া সম্মিলন পরিষদকে কর আইনজীবী সংগঠনের ফুলেল শুভেচ্ছা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১০ ২০২০, ২২:০১
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম নব নির্বাচিত আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ-২০২০ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত পরিষদ কর আইনজীবী সংগঠণের নেতৃবৃন্দগন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় সংগঠণের নিজ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয় বলে জানা যায়। শুভেচ্ছা কালে নব নির্বাচিত আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের আগামী পথচলার শুভ কামনা প্রত্যাশা করেন সম্মিলিত কর আইনজীবী সংগঠণের নেতৃবৃন্দরা।
এসময় সেখানে সম্মিলিত পরিষদ থেকে কর আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী নিতাই চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, ট্রেজারার পদপ্রার্থী আসাদুজ্জামান সাগর, আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এড. অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু, সমন্বয়কারী এড. রুবেল পাল, এড. অর্পন পাল, এড. জ্ঞানোতোষ চৌধুরী, এড. রিগ্যান আচার্য্য, এড. আর,কে,আচার্য্য, এড. সুমন কান্তি সুশীল, এড. মান্না দে সহ সংগঠণের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।