চট্টগ্রামে বিআইটিআইডির ২৭ করোনা টেস্ট: ফলাফল পাওয়া ২১জনের কারো মধ্যে নেই করোনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০২০, ২১:১৯

কাজী রিফাত জাহান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আরও ৭ জনের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হল সোমবার (৩০ মার্চ)। এর মধ্যে ৬ জন চট্টগ্রাম মহানগরের এবং একজন নোয়াখালীর বাসিন্দা বলে জানিয়েছে বিআইটিআইডি।

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, ‘সোমবার (৩০ মার্চ) আমরা আরও ৬টি পরীক্ষার ফলাফল ঢাকায় পাঠিয়েছি। যাদের পাঁচ জন চট্টগ্রামের এবং একজন নোয়াখালী এলাকার।’

এদিকে সোমবার বিকেল ৩ টা পর্যন্ত নতুন করে আরও ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে চট্টগ্রামে। এর বাইরে রবিবার বিআইটিআইডির ল্যাবে টেস্ট হওয়া কক্সবাজারের এক ব্যক্তির নমুনা নতুন করে আবার সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ডাক্তার শাকিল আহমেদ। ডাক্তার শাকিল বলেন, ‘আজ (সোমবার) এখন পর্যন্ত আমরা ৩ জনের নমুনা সংগ্রহ করেছি। রোববার আমরা যাদের নমুনা পরীক্ষা করেছি তাদের মধ্যে কক্সবাজারের এক ব্যক্তির নমুনা আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকালের মধ্যে তার নমুনা পাওয়া যাবে।’

তবে আজ পরীক্ষা সম্পন্ন হওয়া এই ৬ জনের কারও মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে কিনা সে বিষয়ে কোন কথা বলতে রাজি হননি ডা. শাকিল আহমেদ।

এ নিয়ে আজ পর্যন্ত বিআইটিআইডির ল্যাবে ২৭ জনের করোনা ভাইরাস পরীক্ষা হলো। এর মধ্যে ২১টি ফলাফল ঘোষণা হয়েছে যাদের কারো মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিআইটিআইডি।