চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
একুশে জার্নাল
জুলাই ৩০ ২০১৮, ১১:২১
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হোন।।
নিহত কাজী আমিরুল ইসলাম সিরাত (২১) আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা।
সোমবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূইয়া জানিয়েছেন। নিজত সিরাত কুমিরা স্টেশনে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইংরেজি বিভাগের প্রধানসহ শিক্ষার্থীরা এসে সিরাতের লাশ নিয়ে যান বলে রেল পুলিশের এই কর্মকর্তা জানান। নিহত সিরাত যোগ্যছোলা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা কাজী আব্দুল গফুর এর এক মাত্র সন্তান।