চট্টগ্রামে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৪ ২০২০, ১৭:২৭

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম;

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাইমা আক্তার বৃষ্টি (২২) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ সাইমা আক্তার বৃষ্টি স্থানীয় ইব্রাহিম খলিলের স্ত্রী।

শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে আত্মহত্যার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

ইপিজেড থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লাকি আক্তার জানান, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।