চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৪ ২০২০, ১৮:৩৫

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম নুরনবী (২৮)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত আবুল কাদেরের ছেলে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে যাওয়ার সময় রাতের বেলা সিটি করপোরেশনের রাস্তা মেরামতের কাজ করা নুরনবী নষ্ট কাভার্ড ভ্যানটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।