চট্টগ্রামে কনক মিষ্টির দোকানে ৪০হাজার টাকা জরিমানা
একুশে জার্নাল
জুন ০৪ ২০১৯, ২২:২৪

চট্টগ্রাম হাটহাজারী পৌর এলাকার কনক মিষ্টির দোকানকে ৪০হাজার টাকা অার্থিক জরিমানা করা হয়। মঙ্গলবার (৪জুন) দুপুর ১২ টা থেকে ৩.৩০ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
তিনি বলেন হাটহাজারী পৌরসভার কাচারি রোডের কনক মিষ্টান্ন ভাণ্ডারে অভিযানকালে দেখা যায়- দই/রসমালাই তে উৎপাদন এবং মেয়াদের তারিখ নাই।
ক্ষতিকর রঙ, ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে হালুয়া। পুরনো হালিমের সাথে নতুন হালিমের মিক্সড। হালিমের ডেকচি দেখে মনে হয় গত এক সপ্তাহ যাবত পুরনো হালিমের সাথে নতুন হালিম চলছে।
তারা মিষ্টান্নতেও রঙ ব্যবহার করছে।
রঙ ব্যবহার করে ঘি বানানো হচ্ছে।
এসব অপরাধে কনক মিষ্টান্ন ভান্ডারের মালিক কনক সওদাগর কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, হাটহাজারী পৌরসভার সিটি সেন্টার মার্কেটের নগর দোলা নামক দোকানে অভিযানকালে দেখা যায়, ২৮৫০ টাকায় কেনা জামা ৭২৫০ টাকার ট্যাগ লাগানো। জিজ্ঞেস করলে তারা ক্ষমা প্রার্থনা করেন এবং ট্যাগ অপসারণ করেন। এসময় তাদেরকে সতর্ক করা হয়।তিনি আরো বলেন, পৌর এলাকায় বিভিন্ন বিউটি পার্লার, জেন্টস পার্লারে অভিযান পরিচালনা করা হয়।পুরনো কসমেটিকস বা মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহার না করার জন্য তাদের সতর্ক করে দেয়া হয়।
অভিযানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।