চট্টগ্রামে ইসলামী আন্দোলন প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০১৮, ১৯:৪১

গতকাল (৯ নভেম্বর’১৮) ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় (চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর জেলা)র প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব আল মোহাম্মদ ইকবালের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যপক আশরাফ আলী আকন।

সভায় চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার আওতাধীন বিভিন্ন আসনের প্রার্থীগণের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মাওলানা মো. সামসুদ্দিন,
চট্টগ্রাম-২ মাওলানা মো. আতিকুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম-৩ মাওলানা মনসুরুল হক জিহাদী, চট্টগ্রাম-৪ মো. শামসুল আলম হাসেম, চট্টগ্রাম-৫ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, চট্টগ্রাম-৬ মাওলানা আবদুল আলী কারিমী, চট্টগ্রাম-৭ অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন,
চট্টগ্রাম-৮ ডা. মো. ফরিদ খান,
চট্টগ্রাম-৯ মাওলানা শেখ আমজাদ হোসাইন, চট্টগ্রাম-১০ আলহাজ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১১ মো. লোকমান হোসেন সওদাগর।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, দুর্নীতি বাজদের হাত থেকে দেশ মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে আমাদেরকে নির্বাচনী মাঠে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে।
এসময় তিনি সাংগঠনিক সকল কাজের উপর পর্যালোচনা ও সংগঠনকে আরো শক্তিশালী করতে দায়িত্বশীলদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

প্রস্তুতি সভায় সকল আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।