চট্টগ্রামের রেলওয়ে বস্তিতে ভয়াবহ আগুন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৪:১১

ফাইল ফটো

চট্টগ্রামে রেলওয়ের বস্তিতে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ক্ষতিগ্রস্ত ৪শত পরিবার। সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রায় চারশত ঘর পুড়ে গেছে।’

তিনি আরো বলেন, আগুনে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেছে এটা সত্য। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছেনা। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।