চট্টগ্রামের বিপ্লবী কন্ঠশিল্পী আলমগীর বিন কবির জামিনে মুক্তি পেলেন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ৩০ ২০১৯, ২২:৩২

কাজী শহিদুল্লাহ ওয়াহেদ: দুই মাস কারাবাসের পর আজ ৩০ সেপ্টেম্বর, সোমবার কোর্ট থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের বিপ্লবী ইসলামী সংগীতশিল্পী আলমগীর বিন কবির।

ছেলে ধরা গুজব নিয়ে গজল গেয়ে ফেসবুকে আপলোড করায় আলমগীর বিন কবিরকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার হাসপাতাল রোড থেকে গত ৩১ জুলাই গ্রেফতার করা হয়।

শিল্পী আলমগীর বিন কবিরের জন্মস্থান ফটিকছড়ি উপজেলার চাড়ালিয়াহাট। আলমগীর এবং তার সংগঠন নবজাগরণ শিল্পীগোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠানে গজল পরিবেশন করেন।তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা।

গ্রেফতারের পরদিন ১ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে এ নিয়ে নগরীর হালিশহরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে- ”ফেসবুকের মাধ্যমে পুলিশের কাছে ৫ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ আসে।সেখানে দেখা যায়,আলমগীর পদ্মাসেতু, ছেলেধরা,কল্লাকাটার গুজব ছড়িয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদ্রাসায় একা না পাঠানো সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে গজল পরিবেশন করছেন। পাশাপাশি মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গজল বানিয়ে সেটা পরিবেশন করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন আলমগীর ও তার সহযোগীরা।সেটি ফেসবুকে কয়েক হাজারবার শেয়ার হয়েছে।