চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গুলিতে আহত আরো এক মাদরাসা ছাত্রের মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৪ ২০২০, ০৪:০৯

জসিম উদ্দীন মিছবাহ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি;

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় মঙ্গলবার রাতে প্রতিপক্ষের গুলিতে আহত হাফেজ মোহাম্মদ ইব্রাহিম (২৪) নামে আরো এক মাদরাসা ছাত্র মারা গেছেন।

এই ঘটনায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, গুলিবিদ্ধ ওই ছাত্র বুধবার বিকেলে হাসপাতালে মারা গেছেন। ঘটনাস্থলে মারা যান হাফেজ মোহাম্মদ খালেদ। তিনি পূর্ব ইলশা গ্রামের নেছার আহমদের ছেলে এবং ইব্রাহিম একই এলাকার আবু ছালেকের ছেলে।

ওসি বলেন, জয়নাল আবেদীন ঝন্টুর সঙ্গে এলাকায় নুরুল আবছারের মধ্যে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

এ নির্মম হত্যাকান্ডে তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তির দাবী জানিয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রী কমিটি।

উল্লেখ এ নিয়ে ২৪ ঘণ্টায় বাঁশখালীতে তিনটি খুনের ঘটনা ঘটলো। মঙ্গলবার সকালে কালিপুরে জহির আহমদ নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বুধবার বাঁশখালী পরিদর্শন করেছেন।