চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলার ডুবে একজন নিহত, নিখোঁজ ৩
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১৫:২০
চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হলে তিনজন নিখোঁজ রয়েছে।
বুধবারের এ ঘটনায় উদ্ধার চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হয়নি।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিসের ডুবরিদল। তাদের সহোযোগিতা করছে স্থানীয়রা।
এদিকে উদ্ধার নিহতের সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।