চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবার বড় চালানসহ যুবতী আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৭ ২০২০, ২৩:৫২

জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি;

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮২৯০ (আট হাজার দুই শত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকপাচারকারী যুবতী আটক হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানার এসআই আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ নিয়ে মঙ্গলবার (৭জুলাই) সন্ধ্যার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিণ পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালি ব্রীজসংলগ্ন (আনোয়ারা-পেকুয়া-চট্টগ্রাম) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করে ৮ হাজার ২ শত নব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে থানা পুলিশ।

আটককৃত আসামী হলেন, বাগেরহাট জেলার শরনখোলা বগীসাতঘর এলাকার মৃত লতিফ খন্দকারের মেয়ে মিতু আক্তার মনি (২১)।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে ৮২৯০ (আট হাজার দুই শত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক পাচারকারী নারীকে আটক করে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দায়ের করা হয়েছে।