চট্টগ্রামের বাঁশখালীতে অসহায় মানুষের পাশে পুলিশ সার্জেন্ট শেখ রাসেল
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২০ ২০২০, ১৮:০২

জসিম উদ্দীন মিছবাহ বাঁশখালী প্রতিনিধি;
মহমারি করোনার প্রাদুর্ভাবের কারণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চলছে লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দী সাধারণ মানুষের পাশে দাড়ালেন পুলিশ সার্জেন্ট শেখ রাসেল।
বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের এই সন্তান তার উপার্জন থেকে সাধারণ মানুষের জন্য ব্যয় করার নজীর সৃষ্টি করলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী পুকুরিয়া ও শহরের বাসার পাশে প্রায় ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
বাঁশখালী, পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া, পল্লানপাড়া ,লক্ষীর ডেবা ,চরারকুল, সবুজপাড়া, নগরীর কালমিয়াবাজার ,রাহাত্তারপুল ,মাজারগেইট ,ও চেয়ারম্যান ঘাটা এলাকায় ত্রাণ বিতরণ করেন। উল্লেখ্য তিনি ১নং পুকুরিয়া ইউনিয়নের পল্লান পাড়ার বীর মুক্তিযুদ্ধা নুরুল কাদেরের ছেলে। জনাব শেখ রাসেল জানান, ‘মানুষের বিপদে পাশে দাড়ানোর যে তৃপ্তি ও আনন্দ তার সাথে কোন কিছুর তুলনা হয়না। ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাড়ানোর তৃপ্তি থেকে বঞ্চিত হতে চাইনা। আপনারা দোয়া করবেন যেন মানুষের সেবা করতে পারি।
তার ব্যক্তিগত কোন প্রকার মতামত নাই,,,তবে এই দুর্যোগকালে বিত্তবানরা যারা অসহায়দের পাশে দাঁড়িয়ে আন্তরিকতার হাতকে প্রসারিত করেন এই দাবি ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ শেখ রাসেলের।