চট্টগ্রামের প্রখ্যাত আলেম মুফতি ওবায়দুল হক নঈমী আর নেই
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৬ ২০২০, ১৮:৪৯
নিজস্ব প্রতিনিধি;
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল হক নঈমী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা যায় ৬জুলাই সোমবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাঁকে চট্টগ্রাম নগরীর সি আর সি হাসপাতালে ভর্তি করা করা হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫-৩০মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে যায় ইন্তেকাল করেছেন।
ওবায়দুল হক নঈমী দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদীসের দায়িত্ব পালন করে আসছেন সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব ও পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ।
হুজুর ওবায়দুল হক নঈমীর বাড়ি চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চাপাতলী গ্রামে বলে জানা যায়।
এই প্রখ্যাত আলেম এর মৃত্যুতে শোক জানিয়েছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অছিয়র রহমান।,গাউছিয়া কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার।তাছাড়া হজুরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন মহলের মানুষ।