চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২০ ২০২০, ১৯:২৪

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি;

২০শে এপ্রিল সোমবার বিকেলে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫০০শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ তালুকদার।

পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে।এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৯ টি দেশ।করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য,চাকরি,এমনকি যানচলাচল সহ সব দোকানপাট।

ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ তালুকদার।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ তালুকদার বলেন মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি , এই সংকটময় মুহূর্তে এলাকার অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে।তিনি এলাকার বিত্তবান দের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।এবং সবার কাছে দোয়া কামনা করেন।