চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দোকান কর্মচারী নিহত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২১ ২০২০, ১৯:১৩

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় বাসের ধাক্কায় তৌহিদুল ইসলাম(২০)নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(২১ আগস্ট)দুপুরে উপজেলার পিএবি সড়কের এহসান স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানাযায় পটিয়াগামী ঢাকা মেট্রো-ছ ১৪ ০১২১ বাসটির ধাক্কায় যুবক তৌহিদুল ইসলাম(২০)সড়ক পথে ছিঁটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেলে স্হানীয়রা সেখান থেকে উদ্ধার করে স্হানীয় কলেজ বাজারের সাউথ চট্টগ্রাম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) ইসমাইল হোসেন।
নিহত যুবক তৌহিদুল ইসলাম(২০)পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফের ছেলে বলে জানা যায়।যুবক তৌহিদুল ইসলাম(২০)এহসান স্টিল মিলের সামনে একটি দোকানের কর্মচারী।
এই বিষয়ে জানতে চাইলে ঘটনাস্হল পরিদর্শন করা এস আই জাহিদুল ইসলাম আরমান বলেন এই ঘটনায় বাস ড্রাইভার শুক্করকে গ্রেফতার করে বাসটি জব্দ করে নিহত যুবক তৌহিদুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।