চট্টগ্রামের কর্ণফুলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৬ ২০২০, ২০:২৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

মুজিববর্ষের আহবান,লাগাই গাছ বাড়াই বন এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন এবং চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার সকালে কর্ণফুলীতে এই বৃক্ষরোপনের উদ্বোধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নোমান হোসেন,কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী,সহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ বনবিভাগ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।