চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ব্যক্তি উদ্যোগে চারশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০২০, ২৩:৫৯

মোহাম্মদ মহিউদ্দিন

হতদরিদ্র চারশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী।

১৯ই এপ্রিল রবিবার সকাল থেকে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমার গর্ব আমার বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্যসহ সমাজের বিত্তবানদের সহায়তায় রিকশা ও সি এন জি চালিত অটোরিকশা যোগে বিভিন্ন ওর্য়াডে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে। এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৯ টি দেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য, চাকরি, এমনকি যানচলাচল সহ সব দোকানপাট।

ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলী।

এইসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম টিটু,মোহাম্মদ নুর,আবদুর রহমান,ফয়সাল,আলী হাসান,গিয়াস উদ্দিন,মোহাম্মদ জুয়েলসহ সংগঠন সদস্যরা।

যুগ্ম সম্পাদক ও সংগঠনের সমন্বয়ক নোয়াব আলী বলেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই সংকটময় মুহূর্তে এলাকার অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে।আমার রাজনৈতিক অভিবাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি।তিনি এলাকার বিত্তবান দের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।