চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিনশো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৯ ২০২০, ১৬:৫৬
মোহাম্মদ মহিউদ্দিন
১৯ই এপ্রিল রবিবার দুপুরে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তাসনিয়া এন্টারপ্রাইজের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
পুরো বিশ্ব যখন আতংকিত ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে।এই ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৯ টি দেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব ব্যবসা বাণিজ্য,চাকরি,এমনকি যানচলাচল সহ সব দোকানপাট।
ভাইরাসটির প্রভাবে হত দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।এই অভাব ঠেকাতে সমাজের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, মানবিক সংগঠনের মত পাশে দাঁড়িয়েছে তাসনিয়া এন্টারপ্রাইজ।
তাসনিয়া এন্টারপ্রাইজের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই সংকটময় মুহূর্তে এলাকার অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।তিনি এলাকার বিত্তবান দের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।