চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১২ ২০২০, ২২:৪৭

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়ায় পুকুরে গোসল করতে নেমে ৬বছর বয়সী মোঃনাঈম নামেট এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(১২আগষ্ট)বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়ার তারতিলুল কুরআন মাদরাসা সংলগ্ন পুকুর থেকে শিশু মোঃনাঈমের লাশ উদ্ধার করেন আনোয়ারা ফায়ার সার্ভিস।

পুকুরে ডুবে মৃত্যু হওয়া মোঃনাঈম( ৬)একই এলাকার মোহাম্মদ বাদশার ছেলে বলে জানা যায়।

এই বিষয়ে জানতে চাইলে মৃত্যু হওয়া মোঃনাঈমের পিতা মোঃবাদশা বলেন আমার আমার ছেলে স্থানীয় তারতীলুল কুরআন মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় অনেকক্ষণ ধরে গোসল করে বাড়ি না আসাতে আমরা তাকে খুজতে থাকি পুরো এলাকায় কিনতু তাতেও খুঁজে পাইনি ছেলেকে।

পরে স্থানীয়রা আনোয়ারা ফায়ার সার্ভিস কে ফোন দিলে তারা পুকুরে প্রায় এক ঘন্টা খুঁজাখুজিঁর পর বিকাল তিনটার দিকে মৃত দেহ উদ্ধার করে নাঈমের।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচান্জ দুলাল মিত্র বলেন পুকুরে শিশু ডুবার ঘটনাটি জানতে পেরে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করি পুকুর থেকে।