চকরিয়ায় বাবার হাতে ছেলে খুন

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৮ ২০২০, ১৭:৫৩

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার, কক্সবাজার।

পারিবারিক কলহের জেরে নিজের ছেলে কলিম উল্লাহকে(২৬) খুন করেছে বাবা কামাল উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত ছেলে রাতে মারা যায়।
বৃহস্পতিবার ভোরে চকরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ছেলে মারা যাওয়ার পর থেকে বাবা বাড়ী থেকে পালিয়ে আত্নগোপনে রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোঃ যুবায়ের বলেন পোস্ট মর্টেম শেষে লাশ চকরিয়ায় আনা হবে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘটনাটির ব্যাপারে থানায় এজাহার দেয়া হয়নি।