চকরিয়ায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২০ ২০২০, ১৯:৪২
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ড্রেনে পড়ে মোঃ সাহ্জাদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া কৈয়ারডেপা এলাকার ইমর উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১১ টার দিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক ড্রেনে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে শিশু সাহ্জাদ খেলাধুলা করতে বের হয়। দীর্ঘক্ষণ তাকে বাড়িতে না পেয়ে এদিক-ওদিক খুঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশ বয়ে যাওয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের ড্রেনে শিশু সাহ্জাদকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক সেখান থাকে শিশুর নিথর দেহ উদ্ধার করে পার্শ্ববর্তী আছিয়া মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন বিকেলে নিকটস্থ কৈয়ারডেপা জামে মসজিদ প্রাঙ্গণে শিশুটির জানাজার নামাজ শেষে দাপন করা হয়।