চকরিয়ায় গাছ-পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৯ ২০২০, ২০:০৮
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার,কক্সবাজার: চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগরে গাছ ও পাহাড় কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসন ও বন বিভাগ সরেজমিনে পরিদর্শন করা হয়।
আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ফাসিয়াখালি রেঞ্জ অফিসার মাজহারুল ইসলামসহ একদল বনকর্মী পরিদর্শন করে একটি সার্ভে রিপোর্ট তৈরী করেন।
এসময় পাহাড় কেটে মাটি বিক্রয় ও পরিবহন কাজে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন ইউএনও শামসুল তাবরীজ।
তিনি বলেন, পাহাড় কর্তনকারীদের কোন ভাবে ছাড় দেয়া হবে না।
এর আগে রবিবার রাত ১০ টার দিকে পাহাড় কেটে মাটি বিক্রয় হচ্ছে খবর পেয়ে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওই সময় পাহাড় খেকো ও বনদস্যুরা পালিয়ে গেলেও পাহাড় কেটে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার গাড়ী জব্দ করা হয়।