চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত, মাও. কাউছার আহমদের জানাযা সম্পন্ন
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২১ ২০১৯, ১৫:৩৪

হাবীব আনওয়ার: লালবাগ মাদরাসার সাবেক মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানের মেধাবী ছাত্র, হাফেজ কাউছার আহমেদ গতকাল পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শহিদ হয়েছেন ৷
তার মৃতদেহ মেডিকাল থেকে পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে জানাজা অনুষ্ঠিত হয় ৷
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতা কর্মীরা।
জানাযার ইমামতি করেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব,লালবাগ মাদরাসার ওস্তাদ, আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজী দা.বা.।
আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি