চকবাজারের অগ্নিকাণ্ড কেড়ে নিল অর্ধশত তাজা প্রাণ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ২১ ২০১৯, ০১:১৫
রাজধানীর চকবাজারের
শাহী মসজিদের পেছনের ভবনে লাগা ভয়াবহ আগুন ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর থেকে লাশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মিরা। এপর্যন্ত প্রায় ৫০ টির মত মৃত দেহ উদ্ধার করা হয়েছে ভবন থেকে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ অব্যহত রয়েছে।
এর আগে রাজধানীর চকবাজার এলাকার শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।
আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।