ঘূর্ণিঝড় “ফণী”র দুর্যোগ ব্যবস্থাপনায় ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানরের এর প্রস্তুতি গ্রহণ
একুশে জার্নাল
মে ০৩ ২০১৯, ০০:৫৬

একুশে জার্নালঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বুলেটিনে নিশ্চিত করে যে আসন্ন ঘূর্ণিঝড় ফণী ১৬০-১৮০ কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকুলের দিকে ধেয়ে আসছে।
এরই প্রেক্ষিতে আজ ২ মে ’১৯ ইং ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয়ে ঘূর্ণিঝড় “ফণী” ব্যবস্থাপনা বিষয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ইশা ছাত্র আন্দোলনে সহ-সভাপতি আসহাব উদ্দিন ঘূর্ণিঝড় “ফণী”র প্রভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী এড়াতে ঘূর্ণিঝড় “ফণী” ব্যবস্থাপনা নগর কমিটি ঘোষণা করেন।
উক্ত ব্যবস্থাপনা কমিটিতে আহ্বায়ক হিসেবে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভীর হোসাইন, সদস্য সচিব হিসেবে নগর অর্থ সম্পাদক মুহাম্মদ মনির হোসাইনএবং উপকূলীয় থানায় ইশা ছাত্র আন্দোলন থানার সভাপতিগণের নাম সদস্য হিসেবে ঘোষণা করেন। নগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধায়নে উপকূলিয় থানা ও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও কমিটির করণীয় বিষয়ে নির্দেশ প্রদান করেন।
ঘূর্ণিঝড় “ফণী” ব্যবস্থাপনায় ইশা ছাত্র আন্দোলন এর গৃহীত কর্মসূচী :
১. ঘূর্ণিঝড় “ফণী” সৃষ্ট দুর্যোগ থেকে রক্ষায় সালাতুল হাজাত আদায় করা।
২. স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়সাধন।
৩. স্থানীয় প্রশাসনের নির্দেশিত মুহুর্তে মাইকিং করা।
৪. স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেচ্ছাসেবকের ভূমিকা পালন করা।
৫. আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় খাদ্য বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করা।
৬. সর্বদা দু’য়া ইউনুস, ইস্তেগফার ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা।