ঘুমধুমে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৭ ২০২০, ১৫:০১

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার;

উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবি ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে পরিচালিত অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ করে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়া এলাকা থেকে এসব ইয়াবা জব্দের কথা জানান কক্সবাজার ৩৪ বিজিবি পরিচালক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবা জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানানো হয়েছে।