ঘাস কাটতে গিয়ে লাশ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৩ ২০২১, ১৭:০৯

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা গ্রামের কালীগঙ্গা নদীর তীর থেকে আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মান্নান জামশা গ্রামের হাসেম মিস্ত্রীর মেয়ের জামাই এবং সিংগাইর উপজেলার তালেবপুরের বাসিন্দা। তবে তিনি জামশাতেই থাকতেন।
স্থানীয়রা জানায় -ভোরে কালীগঙ্গা নদীর পারে একটি সরিষার জমিতে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে নিহত ব্যক্তির স্বজনরা লাশ সনাক্ত করেন এবং সিংগাইর থানা পুলিশকে খবর দেন।
পরে সিংগাইর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায় – বুধবার সন্ধ্যায় গরুর জন্য ঘাস কাটতে বাসা থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় অনেক যায়গায় খোঁজাখুজি করা হয়।পরে বৃহস্পতিবার সকালে নদীর পারে তার লাশ পাওয়া যায়।