ঘাসিটুলা আলিম মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৪ ২০২২, ১৫:৫৪

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার ‘ছাত্র সংসদ’ আয়োজিত ২০২১ শিক্ষাবর্ষের আলিম-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২১-২২ সেশনের আলিম শিক্ষার্থীদের নবীন বরণ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে মাদরাসা মিলনায়তনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসা ও শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসা সাবেক প্রিন্সিপাল মাওলানা আবদুল জলিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান চৌধুরী, মাদরাসার শিক্ষক মাহফুজা সুলতানা, মাওলানা সিদ্দিকুর রহমান, জুবেদা খাতুন, শাহানারা বেগম, হাফসা বেগম ও আবদুর রহমান সুফিয়ান।

অনুষ্ঠানে ২০২১ সেশনের আলিম-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২২ সেশনের আলিম শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদরাসার প্রাক্তন ছাত্র মো. রাহাত হোসেন, তোফায়েল আহমদ সবুজ ও মো. জুনেদ আহমদ