ঘর থেকে ডেকে নিয়ে কবিরাজকে খুন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২০ ২০২০, ১৪:০৪

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি;
চট্রগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে একদল দুর্বৃত্তদের হামলায় মাওলানা সায়ের মোহাম্মদ সাগর(৪২) নামক এক কবিরাজ নিহত হয়েছেন।
১৯শে এপ্রিল রবিবার রাতে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান নিহতের ভাই মোহাম্মদ জাফর তিনি বলেন চরলক্ষ্যা,র ৮ ও ৯ নং ওর্য়াডের মাঝামাঝি নির্জন স্হানে মাওলানা সাগরের ওপর হামলা করছে।পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
জানা যায় নিহত মাওলানা সাগর কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮নং ওর্য়াডের অলি বাপের বাড়ির মৃত মোহাম্মদ কাশের ছেলে।
এই বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি করে নিশ্চিত বলেন চরলক্ষ্যাতে মাথায় আঘাত করার কারণে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা গেছেন বলে এমনটা শুনেছি।আমি খবর পেয়ে সেখানে যাচ্ছি ঘটনাটি জানার জন্য।
জানা যায় রবিবার রাতে ঝাঁড় ফুঁক করার কথা বলে শিকলবাহা কবিরাজকে বাড়ী থেকে ডেকে নিয়ে যান। পথিমধ্যে কিছু বুঝে উঠার আগেই মুখে মাস্ক পড়া দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালান।
হাসপাতালে থাকা স্বজনেরা জানায়,মাওলানা সাগরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।মাথায় প্রচন্ড আঘাত করার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন।তবে কেন কি কারণে মাওলানার উপর হামলা চালিয়ে খুন করা হলো সে বিষয়ে তাৎক্ষনিক ভাবে কিছু জানা যায়নি।
সর্বশেষ সূত্র জানায়,লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।