গ্রেনেড হামলার দায় খালেদা জিয়া হলে পিলখানা হত্যার দায় শেখ হাসিনার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৩ ২০২০, ২০:০৫

২১ আগস্ট গ্রেনেড হামলার দায় যদি খালেদা জিয়ার উপর বর্তায় তাহলে ২০০৯ সালে পিলখানায় বিডিআর সদরদপ্তরে নারকীয় হত্যাকান্ডের দায়ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্তায়। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক অনলাইন সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও। তাহলে আমিও বলি, ২০০৯ সালে পিলখানা বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তিনি সরকারের নেতৃত্বে ছিলেন। ২১শে আগস্ট সংক্রান্ত মামলায় ৬ বার তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ঘরের ছেলে কাহার আকন্দকে অবসর থেকে ডেকে নিয়ে এসে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।

রিজভী বলেন, যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর, যা বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমাণিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে। তাদের সমর্থক দেশী-বিদেশী এজেন্টরাই এই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে জনগণ বিশ্বাস করে। উদ্দেশ্য, আওয়ামী লীগের প্রতি জনগণের সহানুভূতি সৃষ্টি করা এবং বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা।