গ্রামীণ উন্নয়ন ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব; হাফিজ নজমুল ইসলাম
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০২ ২০১৯, ১৭:০৯
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউপির জায়ফরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা ও অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯ টার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই গ্রামের উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অসম্ভব।
তিনি বলেন, পল্লী উন্নয়ন একটি গতিশীল ও বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক কৌশল। দেশকে টেকসই উন্নয়ন ও অগ্রগতি উপহার দিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে পল্লী উন্নয়নে সকলকে বদ্ধপরিকর’ হতে হবে।
সংগঠনের সভাপতি আব্দুল হাছিব আবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ রিবলু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়া, উপস্থিত ছিলেন সহ-সভাপতি অলিউনব্বী চৌধুরী, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম সুকু, সাবেক ইউ.পি সদস্য আনোয়ারা বেগম সুলতানা, মকবুল মিয়া, এমরান আহমদ, পারভেজ আহমাদ, রানা মিয়া, হাসান আহমেদ, খসরু মিয়া, রুবেল আহমদ, আব্দুল কাইয়ুম, আবুল কালাম সহ সংঘঠনের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।