গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের দায়িত্বগ্রহণ
একুশে জার্নাল
নভেম্বর ২১ ২০২২, ২০:১৪
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন।
সোমবার দুপুরে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ইউপি প্রশাসক মো. আশরাফুল আলমের নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা মৎস কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ সরকার, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সচিব, সাবেক ও বর্তমান ওয়ার্ড সদস্যবৃন্দ , নারী সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত ১৭ নভেম্বর সিলেট প্রশাসক কার্যালয়ে তিনি শপথগ্রহণ করেন। নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন গোয়াইনঘাট সদর ইউপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে আজ আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।