গোয়াইনঘাট বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
একুশে জার্নাল
জুলাই ২৪ ২০২২, ১৭:৫৪
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে গত ২১ জুলাই, আলোচনা সভা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম ও মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি ডাঃ মোছাঃ নুরজাহান বেগম হাসি।
উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু কার্যক্রমে অবদানের জন্য উপজেলার ৫ জন শ্রেষ্ঠ নির্বাচিতদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র প্রাপ্তরা হচ্ছেন- আজগর আলী সরদার (এসএসিএমও), ফিরোজা ইয়াসমিন (এফডব্লিউভি), মোহাম্মদ আলী খান (এফপিআই),
মনোয়ারা বেগম (এফডব্লিউএ)।
রুস্তমপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কার্যক্রমে ইউপি চেয়ারম্যান উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হন এবং সিলেট জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হন ফিরোজা ইয়াসমিন।