গোয়াইনঘাটে ৪০৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
একুশে জার্নাল
আগস্ট ১০ ২০২২, ২৩:৩১
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাটে ৪০৯ পিস ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত আসামীরা ঢাকার ধামরাই থানার গাংঘুটিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে সুমন ও একই থানার জালসা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজ ওরফে সিকিউরিটি হাফিজ।
বুধবার (১০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ এমরুল কবির ও এ.এস.আই সাদ্দাম হোসেন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে জাফলং বাজারের সাদিয়া রেস্টুরেন্টের পাশ থেকে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের গোয়াইনঘাট থানা হাজতে রাখা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম. নজরুল জানান, মাদকের বিরুদ্ধে মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় অপরাধ নির্মুলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে পরিচালিত অভিযানে থানা এলাকার জাফলং বাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ৪০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধৃত অপরাধীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে।