গোয়াইনঘাটে ৪ইউপির চেয়ারম্যান-মেম্বারদের শপথগ্রহণ সম্পন্ন
একুশে জার্নাল
নভেম্বর ১৭ ২০২২, ২২:৪৩
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৪ জন চেয়ারম্যান ও ৪৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর আগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে শপথগ্রহণ করেন পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, মধ্য জাফলং ও গোয়াইনঘাট সদর ইউপির বিজয়ী চেয়ারম্যানবৃন্দ।
শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান লেকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন। এর আগে ইউপি সদস্যদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল আহমদ, কামাল আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা আক্তার ও ফখরুল ইসলাম।
এ সময় সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস ও সংরক্ষিত আসনের ওয়ার্ড সদস্য তামান্না নাজমুল হেনা উপস্থিত ছিলেন।