গোয়াইনঘাটে রাজিব-সালমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৩ ২০২২, ১৭:৫৭

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগ।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম রেজওয়ান রাজিব ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সালমান আহমদের নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোয়াইনঘাট প্রেস ক্লাব থেকে শুরু হয়ে গোয়াইনঘাট বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক ইমরানের সভাপতিত্বে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম রাজ্জাক, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফয়সল আহমদ, উপজেলা যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সিলেট জেলা ছাত্রলীগ নেতা এ.কে.এম জাকারিয়া ও সিলেট ল কলেজ ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম প্রমুখ।

মিছিলে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ সহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইয়াহিয়া রহমান, ইমরান আহমদ, বদরুল ইসলাম, মামুন রশিদ, জহির উদ্দিন, এলোয়ার হোসেন বাবলা, নাহিদুল ইসলাম দিপু, সাদিকুর রহমান, কাশেম, তাজুল, নিজাম, কালাম, সুহেল আহমদ, পাভেল, আজাদ, এনামুল হক, সুলেমান, শামসুজ্জামান তুহিন, সানোয়ার, ইয়াকুব, আসাদ হোসাইন শাকিল ও আনোয়ার প্রমুখ।