গোয়াইনঘাটে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরোর চারা রোপণের উদ্বোধন   

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৩ ২০২২, ১৯:৫৬

তানজিল হোসেন, গোয়াইনঘাট: আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়ে চাষাবাদ’ পদ্ধতিতে প্রথমবারের মতো বোরোধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে। এর ফলে উপজেলায় বোরো আবাদের প্রতিটি স্তরে যন্ত্রের ব্যবহার কৃষিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। কৃষিতে যান্ত্রিকীকরণে কৃষকদের বীজ বপণ, চারা রোপণ, সার প্রয়োগ, শস্য কর্তন, শস্য মাড়াই সহ বোরো চাষের প্রতি স্তরে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতির।

কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর এই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরোধানের সমলয়ে চাষাবাদ -এর আওতায় ৫০ একর বা ১৫০ বিঘা ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে একটি পাইলট প্রকল্প হিসেবে কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ প্রদান করার জন্য এ প্রকল্প’র উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

উদ্বোধনকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, এ প্রকল্পের মাধ্যমে সরকার চাষাবাদের জন্য যাবতীয় খরচ বহন করবে, কৃষক শুধু ক্ষেতে পানি ও পরিচর্যা করবে। এ প্রকল্প থেকে আধুনিক চাষাবাদের ধারণা পাওয়া যাবে এবং প্রযুক্তি ব্যবহার করে কম খরচে বেশী ফলন ফলানো যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৩ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে একই জাতের বোরো ধান একই সময়ে আবাদ করা হবে। কৃষকেরা যন্ত্রের সাহায্যে একসঙ্গে সমবায় ভিত্তিতে বপন, রোপণ ও কর্তন করবেন এই ধান। তাই এর নাম দেওয়া হয়েছে ‘সমলয় চাষবাদ’। এ প্রকল্পের বীজ, সার এবং যান্ত্রিক সহযোগিতা সবকিছু কৃষি বিভাগ প্রদান করছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রকল্প সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা সহ উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব, কৃষক পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের প্রকল্পটি চালু করেছে। যন্ত্রের সাহায্যে চাষাবাদের ফলে একদিকে কৃষকের সময় ও অর্থ সাশ্রয় হয়, অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। আগামী কয়েক বছরে এ অঞ্চলে কৃষি বড় পরিসরে যান্ত্রিকীকরণের আওতায় চলে আসবে বলে আশা করছেন তিনি।