গোয়াইনঘাটে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু
একুশে জার্নাল
মার্চ ২৫ ২০২২, ১৮:৩২

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউপির মর্জাতপুর গ্রামের মাওলানা আহমদ আলীর বাড়িতে ঘটেছে।
মৃতরা হচ্ছে ডৌবাড়ী ইউপির ঘোষগ্রামের বাসিন্দা হাফিজ আলিম উদ্দীনের মেয়ে তাবাসসুম (৬), অন্যজন একই ইউপির কান্দিগ্রামের বাসিন্দা আজির উদ্দিনের মেয়ে তানজিনা (৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের নানাবাড়ি মর্জাতপুর মাওলানা আহমদ আলীর বাড়িতে বেড়াতে গিয়েছিল।