গোয়াইনঘাটে কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুলাই ২৮ ২০২২, ১৯:৩৫
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে কমিউনিটি নেতৃবৃন্দদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মতবিনিময় সভা এডাব-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। রাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ৫নং পূর্ব আলীর গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, মেডিকেল অফিসার ডাঃ গনসিন্দু পাল প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ডাক্তার, সাংবাদিক সহ বিভিন্ন কমিউনিটির ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনার ঢেউ মোকাবেলা সম্ভব হবে। গ্রামাঞ্চলের মানুষকে উৎসাহিত করতে সচেতন মহলের উদ্যোগ গ্রহণ করার বিকল্প নেই৷ দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবার পর থেকে আক্রান্ত ও মৃত্যু কমেছে। এখনো যেসকল মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদেরকে ভ্যাকসিন আওতায় নিয়ে আসলে নতুন ধরণের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।